ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আইসিসিতে টাইব্রেকারে রোমাকে হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭ , ০৪:২৮ পিএম


loading/img

ক্লাব ফুটবলের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) রোমাকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। মূল সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। এ ম্যাচ দিয়ে পিএসজিতে অভিষেক হলো ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেজের।

বিজ্ঞাপন

আমেরকিার মিশিগানের ডেট্রোইট ক্যাথোলিক হাইস্কুল মাঠে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। দু’দলই সমান টেক্কা দিয়ে লড়ে যায়।

তবে প্রথমে গোলের দেখা পায় প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের ৩৬ মিনিটে মারকুইনহোসের গোলে এগিয়ে যায় দলটি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফরাসি জায়ান্ট ক্লাবটি। কিন্তু বিরতির পর ধাক্কা খায় পিএসজি।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আক্রমণের ধার দ্বিগুণ বাড়ায় রোমা। এর ফলও হাতেনাতে পায় দলটি। ম্যাচের ৬০ মিনিটে উমর সাদিকের গোলে সমতায় ফেরে ইতালির ক্লাবটি।

বাকি সময় উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে। দু’দলই বেশকিছু সুযোগ পায়। তবে কেউ সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ফরাসি ক্লাবের পাঁচ গোলের জবাবে তিন গোল পরিশোধ করতে সক্ষম হয় ইতালিয়ান ক্লাবটি।

২০১৩ সাল থেকে প্রতি গ্রীষ্মে অনুষ্ঠিত হয়ে আসছে এ টুর্নামেন্ট। চীন, আমেরিকা ও সিঙ্গাপুরে হয় এ টুর্নামেন্ট। প্রতি মৌসুমের আগে বিশ্বের বিখ্যাত ক্লাবগুলো এতে প্রীতি ম্যাচ খেলে থাকে। এ প্রি-সেশন ম্যাচ খেলে তারা নিজেদের ঝালাই করে নেয়।

বিজ্ঞাপন

এবারের আসরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, জুভেন্টাস, পিএসজি, রোমা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো বড় ক্লাবগুলো খেলবে।

এ টুর্নামেন্টে সর্বোচ্চসংখ্যক চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

ওয়াই/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |